UNICEF India: শিশুদের জন্য অনুষ্ঠান করে পুরস্কৃত কোন কোন রেডিও প্রোগ্রাম ?

কোন অনুষ্ঠান লাগাতার বার্তা দিয়েছে  শিশু সুরক্ষা নিয়ে । কোন অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন বিষয়ে উঠে এসেছে সৃজনশীল আলোচনা । আবার কোন অনুষ্ঠান শুনে টিকাদান নিয়ে বেড়েছে মানুষের মধ্যে আগ্রহ। এবার সেই সমস্ত রেডিও  অনুষ্ঠানকে পুরস্কৃত করল ইউনিসেফ। আকাশবাণী,  এফএম স্টেশন এবং কমিউনিটি রেডিওতে প্রচারিত একাধিক অনুষ্ঠান এই পুরস্কার পেল। মঙ্গলবার   ‘রেডিও ফর  চাইল্ড অ্যাওয়ার্ডস’ এর  এই অনুষ্ঠানে বলিউড অভিনেতা এবং ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডার ( UNICEF India National Ambassador )  আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana ) পুরস্কার তুলে দেন অনুষ্ঠানগুলির প্রতিনিধিদের হাতে। তিনটি থিমের উপর অনুষ্ঠান পরিচালিত করে পুরস্কার জিতেছেন ২২ জন রেডিও প্রফেশনাল । রেডিও ফর  চাইল্ড অ্যাওয়ার্ডস’ হল অ্যাসোসিয়েশন অফ রেডিও অপারেটার্স অফ ইন্ডিয়া ( Association of Radio Operators for India) , ইউনিসেফ (  UNICEF ) , এসএসডিএস  ( SSDS) এবং অল ইন্ডিয়া রেডিও ( All India Radio)’র যৌথ উদ্যোগ।

আরও পড়ুনঃ সবাই মিলেই কিশোরীদের বিয়ে আটকাতে হবে

এক সময় রেডিও জকি হিসেবেই কাজ করেছেন খুরানা। তিনি বলেন, “রেডিও প্রফেশনালদের দক্ষতা লক্ষলক্ষ কিশোর কিশোরীকে নিজেদের ভবিষ্যৎ বেছে নিতে সাহায্য করে।

এক সময় রেডিও জকি হিসেবেই কাজ করেছেন খুরানা। তিনি বলেন, “রেডিও প্রফেশনালদের দক্ষতা লক্ষলক্ষ কিশোর কিশোরীকে নিজেদের ভবিষ্যৎ বেছে নিতে সাহায্য করে। একাধারে শিক্ষাদানকারী হিসেবে,  গল্পের কথক হিসেবে এবং পরিবর্তনের এজেন্ট হিসেবে তারা রেডিওর মতো শক্তিশালী মাধ্যমকে  ব্যবহার করছেন” ।

তিনি স্পষ্টই জানিয়েছেন,  যে সমস্ত শিশুর জন্য নিরাপদ পরিবেশে বেঁচে থাকার, উন্নতি করার এবং বিকাশের অধিকার সুনিশ্চিত করা উচিত। এই পুরস্কারের জন্য ২০ টি রাজ্যের ৫৯ জন রেডিও প্রফেশনাল ১৬৫ টি অনুষ্ঠান জমা দিয়েছিলেন। ইউনিসেফের সঙ্গে এই  রেডিও ফর চাইল্ড ( Radio4Child ) উদ্যোগ রেডিও প্রফেশনালদেরও সুযোগ দিয়েছিল শিশুদের অধিকারগুলি বোঝার।

আরও পড়ুনঃ আইনি জটিলতা থেকে শিশুদের মুক্ত করতে ভাবনা রাজ্যের

শিশু অধিকার  প্রচারে রেডিও পেশাদারদের আকর্ষণীয় কাজের প্রশংসা করেছেন ইউনিসেফের কমিনিকেশন , অ্যাডভকেসি ও অংশীদারিত্ব বিভাগের প্রধান জাফরিন চৌধুরী। তিনি বলেছেন, “এক শতাব্দী ধরে  তথ্য ও বিনোদনের  জনপ্রিয়, সাশ্রয়ী এবং বিশ্বস্ত মাধ্যম হিসেবে  এবং সামাজিক দায়বদ্ধ একটি মাধ্যম হিসেবে রেডিও জনপ্রিয়তা উত্তোরত্তোর বৃদ্ধি পাচ্ছে”। টিকাকরণ, স্বাস্থ্য , সুরক্ষার মতো শিশুদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে লাগাতার সচেতনতা বৃদ্ধি করছে রেডিও ফর চাইল্ড ( Radio4Child)।

 

পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে এবং উন্নততর ভবিষ্যতের জন্য রেডিওর ক্ষমতাকে আরও কাজে লাগানোর  আহ্বান জানিয়েছেন জাফরিন চৌধুরী । কী ভাবে ইউনিসেফ ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে সেই কোথাও তুলে ধরেছেন তিনি। মুম্বইয়ে অনুষ্ঠিত এই  পুরস্কার প্রদান উপলক্ষে অন্তর্ভুক্তিমূলক প্রারম্ভিক শৈশব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং শিশু সুরক্ষা বিষয়ে দিনভর কর্মশালায়ও হয়। কর্মশালায় অংশ নিয়েছেন ৬০ জন রেডিও প্রফেশনাল।

যে অনুষ্ঠানগুলি হলঃ আকাশবাণী এফএম গোল্ডের অনুষ্ঠান “আয় আয় চাঁদ মামা”,  আকাশবাণী কুরক্ষেত্রের অনুষ্ঠান ” আর্থ ইজ অন এ ভেন্টিলেটার নাও” ( Earth is on a Ventilator now),  উত্তর প্রদেশের রেডিও জাগোর নদী বিষয়ক অনুষ্ঠান প্রভৃতি।

পুরস্কার প্রাপকদের তালিকাঃ ১। Suvayan Bala, Akashvani FM Gold, Kolkata, West Bengal for: “Aay Aay Chand Mama…”

২। Ms. Vinayshree, Akashvani, Kurukshetra, Haryana for: “Earth is on a Ventilator now”

৩। Suresh Kumar, All India Radio, Delhi for: “Jal Hai To Kal Hai”

৪। Anil Kumar Tiwari, All India Radio, Patna, Bihar for: “Salamat Tu Ghar Aana Re”

৫। RJ Umar Nisar, Mashq Talks, Srinagar, Jammu & Kashmirfor: “Meeting my Childhood Vaccination Hero”

৬। Aditi Gaur, Radio Jaago, Hardoi, Uttar Pradesh for: “नदी धरती की जीवनधारा और हमारी आवश्यकता”

৭। RJ Sushil, Kalinga Bharati, Bhubaneswar, Odisha for: “Ae Chhotu, 2 Bhaji aur 2 Chai Laga…”

৮। RJ Vishesh Vinod Chhabra, Punjabi Fever 107.2 FM, Delhi for: “Lagwale Teeka Full, Rubella Gull”

৯। Dr. Subhash Krishna, Programming Director, Radio City, Patna, Bihar for: “Tike se Bhagegi Bimari”

১০। RJ Animesh 94.3 MYFM, Raipur, Chhattisgarh for: “Super Hero”

১১। RJ Chokha, 95 Big FM, Patna, Bihar for: बच्चों के स्वास्थ्य की सुरक्षा: टीकाकरण का महत्व”

১২। RJ Payal, Radio City 91.1 FM, Nagpur, Maharashtra for: “Paryavaran Ke Rakshak”

১৩। RJ Niel, Radio Choklate, Bhubaneswar, Odisha for: “Mun Samaya Kahuchi (I am Time)”

১৪ । RJ Mandy, Radio Gupshup, Guwahati, Assam for: Green Yoddha featuring the Green Commandos of Assam”

১৫।  Shashi Bhushan Kumar, Radio Mirchi, Patna for: The Climate is Changing, so Should We”

১৬। RJ Rashi, 92.7 Big FM, Ranchi, Jharkhand for: Dharti Ki Sair”

১৭। Rahul Makin, Fever FM, New Delhi for: “SoundMind Waves: Uniting For Protecting Mental Health in Children”

১৮। RJ Abhijeet, Radio Orange, Sangli, Maharashtra for: “Bal Vivah Ka Dukh”

১৯। Nehal Naidu, 94.3 MYFM, Raipur, Chhattisgarh for: “Kala Khatta”

২০। RJ Neha, Radio Orange, Akola, Maharashtra for: Mere Sapne”

২১। Pratishtha Jain, All India Radio, Jalandhar, Punjab for: [Climate Change] Plastic To Doori, Dharti Lai Zaroori

২২। RJ Prateek, Radio Mirchi, Lucknow, Uttar Pradesh for: [Child Protection] Vitamin P