লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভিড়ে উধাও করোনা ভয়

ফারহাদ হোসেন লালগোলা ১০ই সেপ্টেম্বর – অসহ্য গরম, তারপর একে ওপরের গা ঘেঁষে দাঁড়িয়ে বাবা মায়েরা। থিক থিক করছে ভিড়, শিশুদের কোলে নিয়েই এভাবেই লাইনে অপেক্ষায় দুর দূরান্ত থেকে আসা মানুষজন। উদ্বেগজনক করোনা পরিস্থিতির মধ্যেও সামাজিক দূরত্ব বিধি মানার বালাই নেই, মুখে মাস্কও নেই অনেকের। মুর্শিদাবাদের লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের বাইরে এমনই অসচেতনতার ছবি বৃহস্পতিবার। কিসের এই ভিড়? কেন লাইনে ধর্নায়
মানুষজন। জানা যায়, বার্থ সার্টিফিকেট নিতে এসেছেন সকলেই। লালগোলা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আসা মানুষজন সচেতনতা
বিষয়ে একপ্রকার নির্বিকার। সার্টিফিকেট নিতে আসা মানুষজন বলছেন, হাসপাতাল কতৃপক্ষের এই বিষয়ে ভাবা জরুরি। এক দিনে সকলকে ডাকার জন্য এই পরিস্থিতি, দূরত্ব বিধি বজায় রাখার জন্য প্রশাসনও নির্বিকার। কৃষ্ণপুর হাসপাতাল কতৃপক্ষের তরফে যদিও এই বিষয়ে কোন প্রতিক্রিয়া
পাইয়া যায় নি। এদিনের এই পরিস্থিতির জেরে হাসপাতালের বাইরে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় ডি ওয়াই এফ আই। তাদের দাবি, ওপিডি তে ভিড়, অস্বাস্থ্যকর ভিড়, জন্ম সার্টিফিকেট দেওয়ার কোন সুনিরদিস্পরিকল্পনা নেই। একাধিক দাবীতে হাসপাতাল কতৃপক্ষের কাছে একাধিক দাবি তুলে ধরা হয়।