Dr Nimral Saha: নির্মলের ভোট প্রচারে কী বললেন জেপি নাড্ডা ?

Dr Nimral Saha  বড়ঞায় সভা করে বহরমপুরের বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহার হয়ে ভোট চাইলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা Jagat Prakash Nadda ।এদিন হেলিকাপ্টারে বড়ঞায় নামেন  জেপি নাড্ডা। তিনি ছাড়াও সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার Dr. Sukanta Majumdar।  দুর্নীতি ইস্যুতে তৃণমূলে নিশানা করেছেন জেপি নাড্ডা। জেপি নাড্ডা বলেছেন, “ মমতা  বন্দোপাধ্যায়ের  রাজত্বে ভ্রষ্টাচার, তোলাবাজিতে, কুশাসনের কারণে রাজ্যের  বিকাশ আটকে গিয়েছে।  বাংলা আগে  এগিয়ে থাকা রাজ্য ছিল। বিগত কিছু বছরে মমতা বাংলাকে বদনাম করেছে । কুশাসন করেছে।

দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করে নাড্ডা বলেছেন,  “রাজ্যের অবস্থা খারাপ হয়েছে। মোদীর নেতৃত্বে আমরা মজবুত সরকার চাই । আর এদিকে  টিএমসি-র নেতাদের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। এরা ঘোটালাবাজ। মোদীজির নেতৃত্বে  ১০ বছরে কোন ঘোটালা হয় নি” ।

তৃণমূলের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোহ নিয়ে সরব হয়েছেন নাড্ডা। তিনি বলেছেন, “ রাজ্যে ৬ কোটি মানুষকে রেশন  দিচ্ছেন মোদী ।  কিন্তু তৃণমূলের লোক চাল চোর। মোদীর পাঠানো চাল তারা চুরি করে। এদের থাকতে দেওয়া উচিৎ নয়” ।

তিনি বলেছেন,  “ মমতা  সরকার ইউটিলাইজশন সার্টিফিকেট দেয় নি। টাকা চুরি হয়েছে। টাকা অন্যত্র ব্যবহার হয়েছে। তাও ৫৬ লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে মোদী” ।

রাজ্যে বিধানসভা নির্বাচন হলে বিজেপির সরকার বানানোর আহ্বানও জানিয়েছেন নাড্ডা। এদিন নিজের ভাষণে ইউপিএ সরকারের প্রসঙ্গ তুলে কংগ্রেসকেও আক্রমণ করেছেন জেপি নাড্ডা। বড়ঞায় সমাবেশে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার এবং বহরমপুর কেন্দ্রের প্রার্থী ডাঃ নির্মল সাহা। ছিলেন বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকারও।