শোলে সিনেমার ঢঙে জেল থেকে পালানোর ফন্দি জঙ্গিপুরে

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ শোলে সিনেমার কথা মনে আছে। জয়-বীরু যখন পালিয়ে যায় জেল থেকে। সেই দৃশ্য ভারতীয় চলচ্চিত্রের এক চরম ভাইরাল দৃশ্য। যদিও তখন ভাইরাল বলে কোনও শব্দ ছিল না। শনিবার দুপুরে এমনই সিনেমা মাফিক দৃশ্য দেখা গেল জঙ্গিপুর সংশোধনাগারে। তবে হতে হতেও হল না। পাঁচিল টপকে পালিয়ে যাবার ফন্দি করেছিল বিচারাধীন বন্দি। পাঁচিলের উপরে উঠে জলের ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁকে। হল না শেষ রক্ষা।

জঙ্গিপুর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করে ফের আটক হলেন ওই বিচারধীন বন্দি। শনিবার দুপুরে হঠাতই জেল কতৃপক্ষের নজর এরিয়ে জেলের পাঁচিলে উঠে পড়েন এক আসামি। সংশোধনাগারের পাঁচিলের পাশে জল ট্যাঙ্কির পাশে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে।

পরে জেল কতৃপক্ষের তরফে মই দিয়ে নামানো হয় তাঁকে। স্থানীয় বাসিন্দা মিরাজুলের দাবি, “পালানোর হলে পালাতেই পারত। কিন্তু কেন ২০ মিনিট দাঁড়িয়ে সবার নজর কাড়লেন, মানসিক অসুস্থ ওই ছিলেন ওই বন্দি”। তবে কীভাবে ওই বন্দি জঙ্গিপুর সংশোধনাগারের পাঁচিলে উঠে গেল? এই ঘটনায় জেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।