Jangipur Loksabha খড়গ্রামে এসে দুর্নীতির প্রমাণ চাইলেন মুখ্যমন্ত্রী

Jangipur Loksabha একশো দিনের কাজ থেকে শিক্ষক নিয়োগ। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ভোট ময়দানে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতি নিয়ে কাঠগড়ায় তুলছেন মুখ্যমন্ত্রীকে।  এবার দুর্নীতি নিয়ে মমতার নিশানায় নরেন্দ্র মোদী। বাংলায় ভোট চাওয়ার আগে, তৃণমূলকে চোর বলার আগে শ্বেত পত্র প্রকাশ করুক মোদী। দাবি মমতার । শিক্ষিক নিয়োগে আদালতের রায় নিয়েও  ফের সরব মমতা।

সোমবার খড়গ্রামের সভায়   জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী  খলিলুর রহমানের সমর্থনে  ভাষণ দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় ভোট চাওয়ার আগে, তৃণমূলকে চোর বলার আগে শ্বেত পত্র প্রকাশ করুক মোদী। একশো দিনের কাজের টাকা কেন আটকে রেখেছে কেন্দ্র ? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, দুর্নীতি থাকলে প্রমাণ করতে হবে । দুর্নীতি প্রমাণ করতে পারে নি কেন্দ্র।

আদালতের রায়ে চাকরি গিয়েছে ২৫ হাজার জনের। এই নিয়ে সরব হয়েছে বিজেপও। জবাবে এদিন মমতা বলেছেন, “একটা দুটো কেসে ভুল থাকলে বললে আমরা শুধরে নেবো। তাই বলে সরাসরি চাকরি খেয়ে নেবে ?” ।

ব্যাপম কেলেংকারি নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেছেন, “ব্যাপমের রেজাল্ট কী হল ? বাংলাকে চোর বলার আগে নিজের দিকে তাকিয়ে বলুন। অলি গলি মে চোর হে বিজেপি চোর হে”।