‘সুহৃদ’-এর নাট্যৎসবের মহলা চলছে

বেদান্ত চ্যাটার্জী, বহরমপুরঃ ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিন ব্যাপি চলবে সুহৃদের নাট্যৎসব। এবছর তাঁদের প্রযোজনায় উঠে আসবে মণিপুর ইস্যু, মহলা কক্ষে চলছে তারই রিহার্সাল। ৪৮ বছর আগে শুরু হয়েছিল ‘চুঁয়াপুর সুহৃদ’-এর পথ চলা। নানান চড়ায় উতরায় পার করে তারা সামনে বছরে জানুয়ারিতে পা রাখতে চলেছে ৪৯তম বছরে। বহরমপুরের প্রবীণ নাট্য প্রেমিদের নিয়ে তৈরি এই দল। যারা হৃদয় দিয়ে নিজেদের ব্যস্ততা থেকে ক্ষণিকের সময় বার করে নিয়মিত করে চলেছেন নাট্য প্রজোজনা। বহরমপুরের অন্যতম পুরনো নাটকের দল ‘চুয়াপুর সুহৃদ’। এবারে তাঁদের নাট্য ভাবনায় উঠে আসবে সামাজিক বিভিন্ন ইস্যু।

চুঁয়াপুর সুহৃদের পরিচালক হরপ্রসাদ দাস বলেন, মণিপুর ইস্যুর ওপরে এবারে তাঁদের প্রযোজনা। শীতের মরশুমে এবারও বহরমপুর রবীন্দ্র সদনে চলছে নাটক। যেখানে নাটকের দলগুলি তাঁদের প্রযোজনা উপহার দিচ্ছেন শহরবাসীকে। এরই মাঝে ২০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে চুয়াপুর সুহৃদ-এর নাট্য উৎসব। তার আগে সুহৃদের মহলা কক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।