বিপুল পরিমাণ বিস্ফোরক সহ গ্রেফতার বহরমপুরের এক ব্যক্তি

কেন, কী উদ্দেশ্যে? কী প্ল্যান ছিল এই বিপুল পরিমাণ বিস্ফোরক দিয়ে।

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বাড়িতে যেন বারুদের বাসা। এমন ঘটনা ঘটল খোদ বহরমপুরে। বাড়িতে মজুত ছিল ২০২ কেজি বিস্ফোরক সামগ্রী। কেন, কী উদ্দেশ্যে? কী প্ল্যান ছিল এই বিপুল পরিমাণ বিস্ফোরক দিয়ে। শনিবার দুপুরে গোপনে অভিযান চালিয়ে বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করে বহরমপুরের এক ব্যক্তিকে। সাথে বাজেয়াপ্ত করল ওই বিস্ফোরক সামগ্রী।

বহরমপুর থানার পুলিশ সূত্রের খবর, গোয়ালজানের বৈরাগীপাড়ার বাসিন্দা বছর ৩৩-এর সনাতন দাস নিজের বাড়িতে মজুত করে রেখেছিলেন বিভিন্ন ধরণের মিলিয়ে প্রায় ২০২ কেজি বিস্ফোরক পদার্থ। পুলিশ খবর পেয়ে অভিযান চালায় সনাতনের বাড়িতে। সেখান থেকেই ওই বিস্ফোরক পদার্থ সহ সনাতনকে গ্রেফতার করে পুলিশ। বহরমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক উদয় শঙ্কর ঘোষ জানান, এই ঘটনার সাথে কোনও বড়সড় প্ল্যানের যোগ আছে কী না সেই বিষয়ে জেরা করা হচ্ছে অভিযুক্তকে।” কেন এই বিপুল পরিমাণ বিস্ফোরক বাড়িতে রেখেছিল ধৃত তদন্তে পুলিশ। শীঘ্রই সুরাহার আশ্বাসও দিয়েছে পুলিশ।