Murshidabad Fake NIA: মুর্শিদাবাদে গ্রেফতার “ভুয়ো NIA অফিসার”

Murshidabad Fake NIA আসছিলেন স্কুটি চালিয়ে। ভোটের আগে নাকা চেকিং’এ পুলিশ গাড়ি থামাতেই দাবি, তিনি এনআইএ  ( NIA) অফিসার। গাড়ির ডিকি থেকে বের করে দেখান কার্ডও। সেই কার্ড আসলে ভুয়ো , বুঝেই তাঁকে হেফাজতে নেয় পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad)  লালগোলায় গ্রেফতার ভুয়ো এনআইএ ( National Investigation Agency)  অফিসার। জাহির আব্বাস নামের  ওই ব্যক্তির কাছ থেকে ভুয়ো পরিচয় পত্র, মোবাইল ও হাতকড়া  বাজেয়াপ্ত করেছে পুলিশ।

সোমবার রাতে লালগোলার রামনগর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে চলছিল  নাকা চেকিং । সেই সময় পাহাড়পুর দিক থেকে এক যুবক স্কুটি নিয়ে রামনগরের দিকে আসছিলেন । কোথায় যাচ্ছেন ?  গাড়ি থামিয়ে প্রশ্ন করে পুলিশ। এরপরেই ওই যুবক দাবি করেন, এনআইএ অফিসার তিনি। দেখান পরিচয়পত্রও।  পুলিশ পরিচয়পত্রটি ভুয়ো বুঝতে পেরে  ওই যুবককে আটক  করে। পরে গ্রেফতার করা হয় তাকে।  পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে,  ধৃত জাহির আব্বাস লালগোলার রামনগর এলাকার বাসিন্দা। কী  কারনে ওই যুবক নিজেকে  এনআইকে আধিকারিক হিসেবে  পরিচয় দিচ্ছিল তা জানার চেষ্টা করছে  পুলিশ। মঙ্গলবার ওই যুবককে ৭দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় পুলিশ।