কাটমানি ফেরাতে ডোমকল বিডিও অফিসে আন্দোলনে প্রতারিতরা

আবুল কালাম আজাদ : ডোমকল ২৮ শে জুন – কাটমানি ফেরাতে বিডিও অফিসে বিক্ষোভ গ্রামবাসীদের । টাকা দিলে তবেই মিলবে প্রধানের সই , অভিযোগ ঘর তৈরি করে দেওয়ার নাম করে কাটমানি নিয়েছেন ধুলাউরি গ্রাম পঞ্চায়েত প্রধান। একশদিনের কাজের প্রকল্পে টাকা খরচ হয়েছে কিন্তু বাস্তবে কাজ কিছুই হয়নি।পুকুর সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে অর্থ কিন্তু সংস্কার হয়নি কিছুই, আইবিএস প্রকল্পে গাছ দেওয়া হয়েছে কাগজে কলমে, এরকমই নানান অভিযোগে এক জোট হয়ে সোচ্চার হলেন গ্রামবাসীরা।
কাটমানির টাকা ফেরতের দাবীতে এবার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ১ নম্বর ধুলাউড়ি অঞ্চলের পার রঘুনাথপুরের বাসিন্দারা। শুক্রবার প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে ডোমকল বিডিও অফিসে এসে জমায়েত হলেন গ্রামবাসীরা। অভিযোগ, পঞ্চায়েত প্রধান আঙ্গুরা বিবির নেতৃত্বে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর্থিক তছরুপ হয়েছে। এই আন্দোলনে সামিল ধুলাউরি পঞ্চায়েতের সদস্যও। অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে বিডিও র নাম করে টাকা তোলা হচ্ছে। বিডিও কে অভিযোগ জানানো হলেও কোন সমাধান হয়নি। যদি এই ঘটনায় ব্লক প্রশাসনের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাটমানি নিয়ে এই আন্দোলনে যদি এবার প্রশাসনের ঘুম ভাঙে তার আশায় প্রতারিত মানুষজন।