MGNREGA মুর্শিদাবাদ : পঞ্চায়েতে তল্লাশি কেন্দ্রীয় দলের, কড়া নজরে ১০০ দিনের কাজ

ফরহাদ হোসেনঃ ভগবানগোলাঃ মঙ্গলবারের পর বুধবারও মুর্শিদাবাদে এমজিএনআরইজিএ- ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখল গ্রামীন বিকাশ মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধিদল । এদিন সকাল থেকে ভগবানগোলা ২ নম্বর ব্লকের বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত, সরলপুর গ্রাম পঞ্চায়েত, খলিবোনা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আধিকারিকরা । পঞ্চায়েত কার্যালয়ে বিভিন্ন স্কিমের কাগজপত্র খতিয়ে দেখেন কেন্দ্রীয় টীমের সদস্যরা । কথা বলেন পঞ্চায়েত কর্মী থেকে উপভোক্তাদের সাথে । প্রধানমন্ত্রী আবাস য়োজনার কাজ থেকে শুরু করে ১০০ দিনের কাজ ঠিক মতো পেয়েছেন কিনা গ্রামবাসীরা, আবাস যোজনায় ঘর তৈরির টাকা মিলেছে কিনা, বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের সাথে কথা বলে খোঁজ নেন কেন্দ্রীয় প্রতিনিধিরা । গ্রাম পঞ্চায়েতের নথি দেখে কোথায় কীভাবে কাজ হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা ।এদিন প্রতিনিধি দলের সাথে ছিলেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও মহম্মদ ওয়াসিদ খান সহ প্রশাসনিক আধিকারিকেরা।