ভোটার তালিকায় আঠারোর তরুণ-তরুণী লক্ষাধিক

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ জেলায় নতুন ভোটারের সংখ্যা লক্ষাধিক। জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রশাসনিক স্তরে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হল বৃহস্পতিবার। আঠারো বছর বয়স হলেই ভোট দেওয়ার অধিকার জন্মায়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪ সালে সেই ভোটারের সংখ্যা এক লক্ষ ২২ হাজার ৮১৮ জন। ২০২৩ সালের পয়লা জানুয়ারী মুর্শিদাবাদ জেলায় ভোটারের সংখ্যা ছিল ৫৬ লক্ষ ৫৪ হাজার ৭৯১ জন।

চলতি বছর সেই সংখ্যাটি দাঁড়িয়েছে ৫৬ লক্ষ ৯৩ হাজার ৮১৮ জন। গত বছরের তুলনায় মহিলা ভোটার বেড়েছে ১৬ হাজার ৬৬৪ জন আর পুরুষ ভোটার বেড়েছে ২২ হাজার ৩৬০ জন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী গত বছর মহিলা ভোটার ছিলেন ২৭ লক্ষ ৮৬ হাজার ৬৩৬ জন, পুরুষ ভোটার ছিলেন ২৮ লক্ষ ৬৮ হাজার ৫৭ জন।

চলতি বছর তালিকা অনুযায়ী জেলায় পুরুষ ভোটারের সংখ্যা ২৮ লক্ষ ৯০ হাজার ৪১৭ জন, আর মহিলা ভোটারের সংখ্যা ২৮ লক্ষ ৩৩০ জন। গত বছরের তালিকা থেকে বাদ গিয়েছে ৩৭ হাজার ৬১১ জনের নাম। গত বছর তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯৮ জন।

চলতি বছর আরও তিনজন তালিকায় যুক্ত হওয়ায় সংখ্যাটি একশো ছাড়িয়েছে। ২২১ জন মহিলা সহ সার্ভিস ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার দুশো ছ’জন।