Berhampore Vote: ইউসুফ পাঠানের সামনেই ঝগড়া  তৃণমূল!

Berhampore Vote:  তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের (Yusuf Pathan ) প্রচার ঘিরে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে মুর্শিদাবাদের  বড়ঞায় ।  প্রার্থীর সামনেই বড়ঞা উত্তরের ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ জর্জের সঙ্গে   বাক বিতণ্ডায় জড়ালেন কুলি গ্রাম পঞ্চায়েতের স্বামী,  স্থানীয় তৃণমূল নেতা আবু বাক্কার । বৃহস্পতিবার বড়ঞা বিধানসভা এলাকায় প্রচার চলছিল বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের। হুডখোলা গাড়িতে তার সাথে ছিলেন বড়ঞা উত্তরের ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ জর্জ । এদিন বড়ঞার  (Burwan)  কুলির পঞ্চায়েতের কুমড়ায় গ্রামে পাঠানের প্রচারের গাড়ি ঢুকতেই সেখানে তাকে সংবর্ধনা জানাতে যায় তৃণমূল নেতৃত্ব।

পঞ্চায়েত প্রধান জেসমিনা আহম্মেদ ও তার স্বামী স্থানীয় তৃণমূল নেতা  আবু বাক্কার প্রার্থীকে মালা পড়াতে গেলে সেখানেই ব্লক সভাপতির সাথে তার উত্তপ্ত  বাক্য বিনিময় শুরু হয়। এই ঘটনায় অস্বস্তিতে পরেন তৃণমূল প্রার্থী। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ । গতকাল  কান্দি বিধানসভা এলাকার জীবন্তির ধলা এলাকায় প্রচারে দিয়ে রাস্তা নিয়ে প্রার্থীর সামনেই অস্বস্তিতে পরতে হয়েছিল জেলা তৃণমূল সভাপতি তথা স্থানীয় বিধায়ক অপূর্ব সরকারকে। এবার বড়ঞায় দলের দুই নেতার দ্বন্দ্ব দেখলেন ইউসুফ পাঠান।