যুদ্ধের প্রতিবাদে রং-তুলি নিয়ে শিল্পীরা 

ঋত্বিক দেবনাথ, বহরমপুরঃ যুদ্ধের বিরুদ্ধে রং-তুলি নিয়ে পথে নামছেন মুর্শিদাবাদের দুই খ্যাতনামা চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত ও মিজানুর খান। আগামী ২রা ডিসেম্বর, শনিবার বহরমপুর রবীন্দ্রসদনের উল্টো দিকে ‘সাংস্কৃতিক অঙ্গনে’ যুদ্ধের প্রতিবাদে অস্ত্র হবে ফাঁকা ক্যানভাস এবং তার ওপরে রং ও তুলির স্ট্রোক। বন্ধুকের আওয়াজ নয় তার জায়গাতে শোনা যাবে গানের সুর। একটাই উদেশ্য বুলেটবিদ্ধ দেওয়ালের ফুটোয় রাখা হোক ভালোবাসা। প্রতিবাদের রূপ হোক গোলাপ এবং তুলির প্রতিটা স্ট্রোকে থাকুক প্রতিবাদের টান।

দীর্ঘ ২ মাসের ওপর যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে । এবং ইতিমধ্যেই মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। এছাড়াও ধ্বংস হয়েছে সেখানকার হাসপাতাল থেকে শুরু করে স্কুল-কলেজ। একপ্রকার জীবন থেমে গিয়েছে সমস্ত গাজাবাসিদের। এই রকম যুদ্ধ আসলেই ঘৃণার যোগ্য। সেই ঘৃণাকে ছবির রূপ দিয়ে যুদ্ধের প্রতিবাদ করতে পথে নামবেন চিত্র শিল্পীরা। বিকেল ৪টে থেকে শুরু হবে এই প্রদর্শনীর। আসুন আপনিও যোগদিন। যুদ্ধের বিরুদ্ধে আপনার মতামত প্রদান করতে।