Murshidabad HS: মুর্শিদাবাদে প্রথম গোয়ালজানের কৌশিক। রাজ্যে অষ্টম

Murshidabad HS:  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অষ্টম হয়েছে মুর্শিদাবাদের কৌশিক ঘোষ। আজই প্রকাশিত হল  এই বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। ৬৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ২০২৪-এর ফল প্রকাশিত হল। বুধবার দুপুর ১টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হল পরীক্ষার রেজ়াল্ট। ফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার মেধা তালিকায় রয়েছে মোট ৫৮ জন কৃতি ছাত্র-ছাত্রী রয়েছে। তার মধ্যে অষ্টম স্থানাধিকারী মুর্শিদাবাদের কৌশিক ঘোষ। বহরমপুরের গোয়ালজান রিফিউজি হাইস্কুলের ছাত্র। তার মোট প্রাপ্ত নাম্বার ৪৮৯ নম্বর। তার বাড়ি বহরমপুর থানার অন্তর্গত গোয়ালজান রাধারঘাট নাঠপাড়ায়। কৌশিক দাস গোয়ালজান রিফিউজি হাইস্কুল থেকে আর্টস নিয়ে পড়াশোনা করেছে। বাবা পেশায় টেইলারিং-এর কাজ করেন।
এই বছর রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৮৫ হাজার ৩৯৪ জন। তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬৫ হাজার ৫৭৯ জন। এবার মোট পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ৬,৭৯,৭৮৪। পাশের হার ৯০ শতাংশ। ২০২৪-এর ১৬ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয় এবং ২৯শে ফেব্রুয়ারি শেষ। এগারো দিন ধরে পরীক্ষা চলে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। যা শেষ ১০ থেকে ১২ বছরে উল্টো ছিল।