রায়পুর পঞ্চায়েত এখন তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, নওদাঃ দিন পনেরও কাটেনি, ডাহাপাড়া পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল বাম-কংগ্রেসের। এবার নওদার রায়পুর পঞ্চায়েতও হাত ছাড়া হল তাদের। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখালেন প্রধান তহিরুদ্দিন মন্ডল। এই ব্লকে নটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটি পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। বিরোধী পঞ্চায়েতের খাতায় নাম ছিল রায়পুরের। প্রসঙ্গত ওই পঞ্চায়েতে তৃণমূল একক সংখ্যা গরিষ্ঠতা পেলেও সিপিএমের একমাত্র জয়ী প্রার্থী কংগ্রেসে নাম লেখালে ওই পঞ্চায়েতে কংগ্রেস ক্ষমতা পায়। প্রধান হয়েছিলেন তহিরুদ্দিন। এদিন তিনি তৃণমূলের হাত ধরায় ওই পঞ্চায়েতও হাত ছাড়া হল কংগ্রেসের। কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না বলেই তিনি তৃণমূলে নাম লিখিয়েছেন বলে জানান তহিরুদ্দিন।