BJP Candidate মনোনয়ন বাতিল বিজেপি প্রার্থীর ! কী হবে এবার ?

BJP Candidate লোকসভা ভোটে লড়াইয়ের আগেই এবার ছিটকে গেলেন বিজেপি প্রার্থী। বীরভূম লোকসভা কেন্দ্রের  বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন ।

প্রশাসন সূত্রে   জানা গিয়েছে,  রাজ্য সরকারের পক্ষ থেকে  ‘নো ডিউজ ’ সার্টিফিকেট জমা করেন নি দেবাশিস ধর। তাই  বাতিল  করা হল দেবাশিসের মনোনয়ন।

যদিও এই আশঙ্কা আগেই ছিল বিজেপির।  বৃহস্পতিবার তাই  বিজেপির পক্ষ থেকে  আরেক  প্রার্থী দেবতনু ভট্টাচার্য মনোনয়ন জমা করেছিলেন। দেবতনুর  মনোনয়ন গৃহীত হয়েছে। বীরভূম লোসভা  আসনে বিজেপির প্রতীকে লড়তে চেয়ে  মঙ্গলবারই মনোনয়নপত্র জমা করেন বিজেপির ঘোষিত প্রার্থী দেবাশিস ধর।

এর  পর থেকে ভোট  প্রচারেও নামেন তিনি।  করছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সাঁইথিয়ার পুনুর গ্রামে ঢোল বাজিয়ে প্রচার করতে দেখা যায় প্রাক্তন এই  আইপিএস কর্তাকে । প্রার্থীপদ বাতিল হওয়ার পর দেবাশিস ধর জানিয়েছেন, আদালতে যাবেন তিনি।