রথীন্দ্র ও তাঁর বোনকে ফের তলব ইডির

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ চব্বিশ ঘন্টাও কাটল না। ফের ডাক পড়ল বহিস্কৃত পঞ্চায়েত কর্মী রথীন্দ্রনাথ দাসের। তাঁর বোন ইতি চট্টোপাধ্যায়কেও এদিন কলকাতায় সিজিও কমপ্লেক্সে একই দিনে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের দাবি।

১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে মঙ্গলবার লম্বা সময় ধরে বহরমপুরে তদন্ত চালিয়েছে ইডি। তারমধ্যে যেমন বহিস্কৃত ওই পঞ্চায়েত কর্মী আছেন তেমনি ধনেখালির প্রাক্তন বিডিও বর্তমানে মুর্শিদাবাদের ডিএমডিসি সঞ্চয়ন পানের নাম ও আছে।

তবে সঞ্চয়নকে না ডাকলেও আগামী শুক্রবার সকাল দশটায় ইডির কলকাতা অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি‌।

কীভাবে ১০০ দিনের কাজ করা হয়েছে, কীভাবে ভুয়ো জবকার্ড ও অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে তা জানতেই এই তলব বলে ইডি সূত্রে খবর।