তোলাবাজীর চাপ নাকি নিম্নমানের সামগ্রী কি কারনে বন্ধ কান্দীতে রাস্তা তৈরীর কাজ তৈরী হয়েছে ধোঁয়াশা

রক্তিম দাস কান্দী ২২ শে জুন – চব্বিশ ঘন্টা পেড়িয়ে গেল এলাকার মানুষের বিক্ষোভের জেরে কান্দীতে বন্ধ রাস্তা তৈরীর কাজ । আকাশ জুড়ে মেঘ রয়েছ যে কোন সময় নামতে পারে ভারি বৃষ্টি। ঐ রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষজনের দুর্ভোগ যে চরমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন উঠেছে শুধুই কি নিম্নমানের সামগ্রী নাকি এর পিছনে রয়েছে স্থানীয় মাতোব্বরদের তোলাবাজির চাপ। প্রকাশ্যে তোলাবাজীর কথা স্বীকার না করলেও ঠারে ঠোরে বুঝিয়ে দিচ্ছেন স্থানীয় দাদাদের তোলাবাজীর গল্পই। পাশাপাশি প্রশ্ন উঠেছে আড়াইকোটি টাকার বেশি ব্যয়ে এই রাস্তা নির্মানের বরাত প্রায় ১৫ মাস আগে দিলেও কেন এত দিনেও কাজ শেষ হলো না।
প্রকাশ্যেই দেখা যাচ্ছে, উঠে আসছে রাস্তার পিচ ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষ। সপ্তাহ খানেক আগে শুরু হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তায় পিচ বেছানোর কাজও। আর তাতেই সামনে আসছে ভয়ংকর ছবি। হাত দিলে উঠে যাচ্ছে পিচ। বর্ষার আগেই রাস্তার এই দশায় দুশ্চিন্তায় গ্রামবাসীরা। শুক্রবারই কান্দি ডাকবাংলো মণিগ্রাম মোড়ে ঘণ্টা খানেক রাস্তা অবরোধ করা হয়। রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখানো হয় রাঙ্গাবালি এলাকাতেও। যাতায়াতের অযোগ্য রাস্তায় গ্রামবাসীদের দাবি নিম্ন মানের পরিবর্তে সঠিক ভাবে রাস্তা তৈরি হোক।কান্দি থানা এবং বড়ঞা থানার অন্তর্গত গ্রামের মানুষদের ভরসা এই রাস্তা। কিন্তু তাতেও উঠে আসছে গলদ। কাটনা থেকে মণীগ্রাম পর্যন্ত ৬ কিমি রাস্তার একই বেহাল অবস্থা। কান্দি ও বড়ঞা ব্লকের সংযোগকারী এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কোন হেলদোল নেই কেন? উঠছে সেই প্রশ্নও।