ইমাজিন পুজোর আড্ডায় চাঁদের হাটঃ গোল্ডেন রিট্রিটে ইমজিন উৎসবের আড্ডা

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শুরু করলেন নাজমুল, শেষ করলেন অনির্বাণ।   ইমাজিন উৎসবের  আড্ডায় ফিরে এল পিট্টুখেলা, ভোরে জেগে মহালয়া থেকে পুজোর ভুঁড়িভোজের ।  রবিবার সন্ধ্যেয় বহরমপুরের গোল্ডেন রিট্রিটের ব্যাংকোয়েটে ইমাজিন উৎসবের আড্ডা ছিল আক্ষরিক অর্থেই চাঁদের হাট। গানে গানে আড্ডা শুরু করেন লোকসঙ্গীত শিল্পী নাজমুল  হক। আড্ডা এগিয়ে নিয়ে যান হাস্যকৌতুক শিল্পী অলোক বিশ্বাস, সঙ্গীত শিল্পী অনুপ চক্রবর্তী , বিশিষ্ট চিকিৎসক ডাঃ রঞ্জিত রায়চৌধুরী। গোল্ডেন রিট্রিটের নজরকাড়া পরিবেশে  আড্ডা জমে উঠতে একদমই সময় লাগেনি।

অনির্বাণ দত্তের গলায় আড্ডাশেষের গান। ছবিঃ ময়ূরেশ রায়চৌধুরী

গল্পে মেতে ওঠেন  কাশিমবাজার এস্টেটের বর্তমান রাজা  প্রশান্ত রায়, রানী সুপ্রিয়া রায়, গোল্ডেন রিট্রিটের কর্ণধার রিমি দাস, হিমাদ্রী দাস, জেনারেল ম্যানেজার সৈকত বড়াল, সমাজকর্মী ডঃ চন্দ্রানী সেনগুপ্ত, চিকিৎসক গায়ক ডাক্তার অনির্বাণ দত্ত, বিশিষ্ট চিকিৎসক  নির্মল সাহা,  শিক্ষাবিদ ডঃ মণি চৌধুরী, অভিনেতা প্রদীপ ভট্টাচার্য । উপস্থিত ছিলেন শহরের আরো বিশিষ্টজনেরা । আড্ডায় উঠে এল পুজোর পরিবর্তন থেকে পুরোনো পুজোর নস্ট্যালজিয়া।