আনন্দ করে খেয়েছিলেন বাগানে রান্না করা মাংস ! হরিহরপাড়ায় হাসপাতালে ১৫ জন

নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ  হরিহরপাড়ার শ্রীহরিপুর ও শিবনগর এলাকা থেকে বর্ধমানের জামালপুরে পুজো দিয়ে ফিরে বাগানে রান্না করা মাংস খেয়ে   অসুস্থ হলেন  ৩৫  জন।  পুরুষ ও মহিলা মিলিয়ে  প্রায় ১৫ জন হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।  প্রত্যেকের পেট ব্যথা,  জ্বর ও বমির উপরসর্গ দেখা দিয়েছিল । তবে বর্তমানে সুস্থ আছেন সকলেই।

হরিহরপাড়ার বাসিন্দা  সদানন্দ মন্ডল জানান ,  ” শুক্রবার সকলে মিলে বর্ধমানের জামালপুরে  গিয়েছিলাম সেখানে রাতে থেকে শনিবার সকালে পাঁঠা  বলি দিয়ে ওই মাংস নিয়ে পাশের একটি বাগানে রান্না করা হয়েছিল।  ওই মাংস সবাই খেয়েছে।  তারপর বাড়ির জন্য নিয়ে আসা হয়েছিল । বাড়িতে যারা যারা এই মাংস খেয়েছিল তাদের সবার পেটে ব্যথা বমি জ্বর অসহ্য যন্ত্রণা দেখা দেয়”।  তারপর সোমবার দুপুর থেকে গ্রামের মানুষ এক এক করে  হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য আসেন । বেশ কয়েকজন   মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । স্থানীয়দের  অনুমান ,  খাবারে বিষক্রিয়া থেকেই এই পরিণতি।  হরিহরপাড়ার  ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মোঃ সাফি জানান সকলেই আপাতত সুস্থ রয়েছেন।  কয়েকজন চিকিৎসাধীন আছে স্বাস্থ্য কেন্দ্রে।  যারা সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন , তাদেরও খোঁজখবর নেওয়া হচ্ছে।