SSC recruitment: চাকরি বাতিল নিয়ে মমতাকেই নিশানা অধীর, সেলিমের। কী বলছেন মুখ্যমন্ত্রী ?

SSC recruitment লোকসভা ভোটের আগে ২৫ হাজার চাকরি বাতিল নিয়ে সরগম রাজ্য রাজনীতিও। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই  দুষছে বিরোধীরা। সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে বাতিল হয়ে গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। কেন বাতিল চাকরি ? এই নিয়ে মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

সোমবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে সেলিম বলেছেন, ” “আজ যে এই ২৫ হাজারের মত মানুষ, যারা শিক্ষকতা করছেন, যাদের অনেকেই শিক্ষক হবার যোগ্য। যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন বা পেতেন। কিন্তু তাদের সকলের চাকরি গেল কেন? কারণ স্কুল সার্ভিস কমিশন সমস্ত অন্যায়টা করেছে শিক্ষাদপ্তরের নির্দেশ, মুখ্যমন্ত্রীর নির্দেশনায়। আসলে এই সরকার যা নিয়োগ করেছে সব দুর্নীতি করেই করেছে”।

একই সুর শোনা দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলাতেও। সোমবার অধীর বলেছেন, “কোর্টের রায় এর উপর দিয়ে তো কিছু বলতে পারি না, আমরা চাই কেন বঞ্চিত না হোক। যা হবে স্বচ্ছ ভাবে হোক। স্বাভাবিক ভাবে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেখানে আমরাদের মন্তব্য চলতে পারে না। যদি কেউ মনে করে এই রায়ে সন্তুষ্ট নয় তাহলে উচ্চ আদালতে যাবে। সবাই জানে দুর্নীতি মানেই এই সরকার। তৃণমূল মানেই দুর্নীতি আর দুর্নীতি মানেই তৃণমূল। দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে। গোটা দল টা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে”।

এদিন রায়গঞ্জে সভা থেকে যদিও এই রায়কে “বেআইনি”  তকমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । তিনি বলেছেন, “২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যাবে, এমন বোমা! আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব। লড়াই করব। রায়কে চ্যালেঞ্জ করছি। উচ্চ আদালতে যাব। আশা রাখুন।’’