এক ঝড়ে নষ্ট লক্ষাধিক টাকার কলা বাগান

নিজস্ব সংবাদদাতা, রানিনগরঃ কারোর চোখে জল, তো কারোর মাথায় হাত। চোখের নিমিষেই নষ্ট সারি সারি কলাগাছ। এমনই দৃশ্য দেখা মিলল মুর্শিদাবাদের রানিনগরে। ঝড়ের দাপটে রানিনগরে ক্ষতির মুখে পড়েছে কলা চাষিরা। মঙ্গলবার সকালে হঠাত কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড করে দিল সমস্ত কলাবাগান। রানীনগর থানার পুরাতন ডিগ্রি এলাকায় বিঘার পর বিঘা কলার জমি। ক্ষতির মুখে পরে মাথায় হাত পড়েছে সাধারণ চাষিদের।
ক্ষতিগ্রস্ত চাষি সাদ্দাম সেখ জানান, ‘কনট্রাকে আমি এই দুই বিঘা জমি কলা চাষের জন্য নিয়েছিলাম। প্রথমবার কলা চাষ করছিলাম আমি। ধার করে আমি এই চাষ শুরু করেছিলাম। মনে অনেক আশা ছিল। কিন্তু কিছুক্ষুনের ঝড়ে সব আশা মাটিতে মিশে যায়। অনেক টাকার কলাগাছ নষ্ট হয়ে গিয়েছে আমার।’
ঝড়ে ভেঙে পড়েছে বিঘার পর বিঘা কলা গাছ। প্রায় সব গাছেই লকার কাঁদ ছিল। কিছুদিনের মধ্যেই সেই কলা বিক্রি কর‍তে পারতেন ব্যবসায়ীরা। তবে হঠাতই ঝড়ে সব কিছু কেড়ে নিলো। এখন দিশেহারা চাষিরা সরকারি ক্ষতিপুরনে দিকেই তাকিয়ে। এক ঝটকায় ক্ষতির পরিমাণ দাড়িয়েছ প্রায় লক্ষাধিক টাকার। আরেকজন কলা চাষি লুতফার সেখ জানান, ‘প্রায় তিন লক্ষ টাকার কলাগাছ নষ্ট হয়ে গেল। আমাকে ধরে প্রায় চার জনের ক্ষতি হয়েছে। ধার করেই এই চাষ শুরু করেছিলাম। মাঝে অল্প মাল বিক্রি করতে পেরেছি। কিন্তু বেশিরভাগই যেহেতু কাঁচা অবস্থায় ছিল তাই লোকসানের পরিমাণ অনেকটা।’
ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকখানি তাও, চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাতলামারি-২-এর পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মণ্ডল। তিনি জানান, ‘আমি খবর পাওয়ার পর এসে দেখলাম। সম্পূর্ণ হয়তো ক্ষতিপূরণ দিতে পারবো না। কিন্তু চেষ্টা করব সামান্য ক্ষতিপূরণ তাদের হাতে তুলে দেওয়ার।’