Murshidabad Election: মুর্শিদাবাদে ২ দফায় ভোট, কবে কোন কেন্দ্রে ?

শনিবার  লোকসভা ভোটের আনুষ্ঠানিক নির্ঘণ্ট  ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । জানানো হয়েছে, এবার  মোট ৭ দফায় লোকসভার ভোট  হবে। প্রথম দফার ভোট গ্রহণ হবে ১৯ এপ্রিল। শেষ দফার ভোট গ্রহণ হবে ১ জুন। লোকসভা নির্বাচনের গণনা হবে ৪ জুন। পশ্চিমবঙ্গে ভোট হবে ৭ দফায়।   তৃতীয় ও চতুর্থ দফায় ভোট মুর্শিদাবাদ জেলায়।

৭ মে ভোট হবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে। একই দিনে ভোট হবে মালদা উত্তর আর মালদা দক্ষিণ কেন্দ্রেও।১২ এপ্রিল হবে নির্বাচনের নোটিফিকেশন। ১৯ এপ্রিল অবধি জমা দেওয়া যাবে মনোনয়ন।  বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে চতুর্থ দফায়। ১৩ মে হবে ভোট গ্রহণ।  ৪ জুন হবে ফল ঘোষণা। ২০১৯ সালের সাধারণ নির্বাচনেও দুই দফায় ভোট হয়েছিল মুর্শিদাবাদ জেলায়।