Murshidabad Congress কংগ্রেস কর্মীদের বাড়ি যাওয়ার মুখ আছে ? ফিরহাদের নিশানায় অধীর

Murshidabad Congress   সিপিএমের (Communist Party Of India (Marxist) সাথে জোট করা নিয়ে এবার অধীর চৌধুরীকে নিশানা করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ) ।  “৭৮২ জন কংগ্রেস কর্মীর বাড়িতে যাওয়ার মুখ আপনার আর আছে ?” জঙ্গিপুর থেকে কংগ্রেস (Murshidabad Congres)  নেতা  অধীর চৌধুরীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েছেন ফিরহাদ ।  সভা থেকে কলকাতার মেয়র, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী  বলেছেন, “আমার আপনার লড়াই লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা যেদিন বন্ধ করেদিল। সেই আমি (ফিরহাদ হাকিম), খলিলুর রহমান অভিষেকের নেতৃত্বে দিল্লীতে গিয়েছিলাম”।

শনিবার খড়গ্রামে জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের নির্বাচনী প্রচারে আসেন তিনি । শনিবার খড়গ্রামের ইন্দ্রাণী শাও পাড়া এলাকায় খড়গ্রামের বিধায়ক, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের ব্লক সভাপতি অপূর্ব সরকার এবং অন্যান্য দলীয় কর্মীদের নিয়ে কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার খড়গ্রামের ইন্দ্রানীর শাও পাড়া এলাকা হয় সভা। সভা থেকে মনোনয়নের সময় মহম্মদ সেলিম ও অধীর চৌধুরীকে একসাথে হাঁটা নিয়ে তোপ দাগেন ফিরহাদ। তিনি বলেন,  “ দুই ল্যাংড়া এক সাথে হাত মিলিয়েছে। কংগ্রেসের নেতারা সিপিএমের এ টিম হয়ে গেছে” । তিনি এদিন আরও বলেন, “আজ প্রমাণ হল। তারা আলাদা টিম নয়। একই টিম ছিল আগাগোড়া। এক সাথে যাচ্ছেন কাস্তে হাতুরি পরে। আমি বলি, অধীর বাবু, ৭৮২ জন যাদের সিপিএম হত্যা করেছে। এই আপনি প্রেস কনফারেন্স করে তখন সিপিএমকে যা খুশি তাই বলে ছিলেন। কিন্তু সেই ৭৮২ জন কংগ্রেস কর্মীর বাড়িতে যাওয়ার মুখ আপনার আর আছে ?” যদিও একই সঙ্গে তিনি আরও বলেন, “আপনি আজ সিপিএম-এর সঙ্গে হাত মিলিয়েছেন। দুটি ল্যাংড়া একসঙ্গে হাঁটছে” ।   ৭ই মে এই লোকসভা কেন্দ্রে ভোট। গতকাল খলিলুর রহমানের হয়ে সুতিতে সভা করেন মুখ্যমন্ত্রী।  তার আগেই  প্রচারে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী।