গোঠা হাইস্কুল মামলায় সিআইডিকে তোপ বিচারপতির

এসএসসি অফিসে তালা মেরে দিতে বললেন বিচারপতি !

গোঠা হাইস্কুল মামলায় সিআইডিকে তোপ বিচারপতির

নিজস্ব প্রতিনিধি : কোলকাতা ২১ ফেব্রুয়ারী –  গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় এবার স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদের পাশাপাশি সিআইডিকে তোপ বিচারপতি বিশ্বজিৎ বসু।
বুধবার আদালতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন, “ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন”। বিচারপতি এও বলেন, তথ্যপ্রমাণ নষ্ট করছে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ।
মামলার তদন্তে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের সাহায্য মিলছে না বলেও এদিন আদালতে জানায় সিআইডি। গোঠা হাইস্কুলের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও দুর্নীতির হদিশ পেয়েছে সিআইডি।
আদালত সূত্রে জানা গিয়েছে, তদন্তের অগ্রগতি নিয়েও অসন্তুষ্ট আদালত।
Voice: জাল নথি ব্যবহার করে ছেলে অনিমেষ তিওয়ারিকে স্কুল শিক্ষকের অভিযোগ উঠেছিল গোঠা হাই স্কুলের প্রধানশিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে। আদালতের নির্দেশে এসআইটি গঠন করে সেই মামলার তদন্ত শুরু করে সিআইডি। গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রধান শিক্ষক, শিক্ষকের ছেলে, জেলা শিক্ষা আধিকারিকদেরও। সেই মামলায় এবার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর। । এই মামলায় ১৫ দিন সময় চেয়েছে সিআইডি। আগামী সোমবার হবে পরবর্তী শুনানি।