ওড়িশায় কাজে ফিরলেন সুতির ৬০ পরিযায়ী শ্রমিক

মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হলেও এরা সকলেই পরিযায়ী শ্রমিক। কাজের টানে মাসের পর মাস ,বছরের পর বছর পরে থাকা ভিন রাজ্যে। করোনার জেরে জেলায় ফিরতে শুরু করেন ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকেরা। মুর্শিদাবাদদের সুতি থানা এলাকার সাদিকপুর মহিসাইল গ্রামের এই শ্রমিকেরা কাজের সুত্রে ছিলেন উড়িষ্যায়। পরিস্থিতি খারাপ বোঝায় উড়িষ্যা থেকে জেলায় ফিরে আসেন এপ্রিল মাসে লকডাউন ঘোষণার আগেই । প্রায় আড়াই মাস বাড়িতে কাটিয়ে তারা ফের ফিরে জাচ্ছেন নিজেদের কাজের জায়গায় সেই ভিন রাজ্যে। মোট ৬০ জন শ্রমিক সোমবার কাজে যোগ দেওয়ার জন্য ভিন রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন।
তারা জানাচ্ছেন সেখানে যে কতৃপক্ষের আওতায় তারা কাজ করছিলেন তারায় ফিরিয়ে এনেছিল গ্রামে, সেখান থেকেই বাস এসে নিয়ে যায় এই পরিযায়ী শ্রমিকদের।
প্রায় তিনমাসের ওপরে কাজ বন্ধ করোনার জেরে। কেউ হয়তো পরিবারের একমাত্র উপার্জক, কাজ না করলে খাবেন কি? সংসার চলবে কিভাবে এই আশংকায় এই সকল পরিযায়ী শ্রমিকেরা ফিরতে চাইছেন নিজেদের কাজে