SSC Scam: কাদের চাকরি বাতিল করল হাইকোর্ট ? ফেরত মাইনেও

SSC Scam: রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। বাতিল প্রায় ২৫ হাজার নিয়োগ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই রায়ে কার্যত ধাক্কা খেল রাজ্য সরকার।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ১৭ ধরণের দুর্নীতি হয়েছি। এদিন  আইনজীবি ফিরদৌস সামিম দাবি করেছেন,  ৪ টি নিয়োগ প্রক্রিয়া মিলে প্রায়  ২৫ হাজার ৭৫৩  জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। সমস্ত নিয়োগ বাতিল করেছে আদালত।  এসএসসি’কে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, “ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনও চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়” ।

স্কুল সার্ভিস কমিশনের  মাধ্যমে, গ্রুপ সি , গ্রুপ ডি  কর্মী নিয়োগের পাশাপাশি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে  দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। এই বিষয়ে আদালতের দারস্থ হন চাকরিপ্রার্থীরা।আদালত সূত্রে জানা গিয়েছে  , সিবিআই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালাবে।