শিশু মৃত্যুর তদন্তে মুর্শিদাবাদ মেডিক্যালে ফের দুই স্বাস্থ্য আধিকারিক, চলছে বৈঠক

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ মুর্শিদাবাদে শিশু মৃত্যুর ঘটনার তদন্তে শনিবার সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালে তদন্তে এলেন রাজ্যের পরিবার পরিকল্পনা আধিকারিক ডাঃ অসিত দাস মালাকার ও ডাঃ পম্পা চক্রবর্তী। শুক্রবার রাতে দুজন শিশু রোগ বিশেষজ্ঞ তদন্তে আসেন মুর্শিদাবাদ মেডিক্যালে। শনিবার সকালে মুর্শিদাবাদ কলেজ হাসপাতালে এমএসভিপি অফিসে বৈঠক শুরু হয়। এদিন বৈঠকে যোগ দেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল, মুর্শিদাবাদ জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ কার্ত্তিক চন্দ্র দাস।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল শিশু মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্যভবন। ঘটনার তদন্তে শুক্রবার সন্ধ্যায় জেলায় আসেন দুই চিকিৎসক অরিজিৎ ভৌমিক ও ডিকেপাত্র। একদিনে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দশ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কতৃপক্ষের অভিযোগ, শয্যা সংখার তুলনায় অতিরিক্ত শিশু রেফার হওয়ার কারণে চাপ বাড়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই কারণেই সম্পূর্ণ পরিষেবা দেওয়া সম্ভব হয়নি বলে দাবি চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে জানা যায়, ৬ জনের মৃত্যু হয়েছে এসএনসিইউ’তে, যারা অপরিণত অবস্থায় জন্মেছিল বলেই হাসপাতালে সূত্রে খবর। তিনজন শিশুর মৃত্যু হয়েছে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে। আর একজন শিশু হৃদযন্ত্র বিকল হওয়ার কারণে মারা গেছে।