মধ্যবঙ্গ নিউজঃ  কাক ভোরে ভয়ঙ্কর দুর্ঘটনা ফারাক্কায়। ফারাক্কা ব্যারেজে রেলিং ভেঙে মালগাড়িতে ধাক্কা মারল ট্রাক। এমারজেন্সি ব্রেক করে কোনোরকমে ব্রিজের উপরেই দাঁড়িয়ে পরে ওই মালগাড়ি।   মঙ্গলবার ভোরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে  মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে এই দুর্ঘটনায়।   খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিআইএসএফ ও পুলিশের কর্তারা।
এদিন মালদা থেকে  ফারাক্কার দিকে আসছিল মালগাড়িটি। ট্রাকটি   মালদা থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল । সেসময়েই ফারাক্কা থেকে মালদার দিকে আসা একটি ট্রাক্টারকে ধাক্কা মারে ওই ট্রাক।  এরপর নিয়ন্ত্রণ হারিয়ে  ব্রিজের রেলিং ভেঙে ধাক্কা মারে মালগাড়িতে। তবে মালগাড়ির যায়গায় যাত্রীবাহী ট্রেন থাকলে কী হত ! সেই প্রশ্নে শিউড়ে উঠছেন স্থানীয়রা।