মামুন আব্দুল কায়েম, ডোমকলঃ প্রচার শেষের পরেও অশান্ত ডোমকল। তৃণমূল প্রার্থীকে   ধারালো অস্ত্রের কোপ।   আহত হয়েছেন গড়াইমারি পঞ্চায়েতের  গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। এই  ঘটনায় বোমাবাজি, অস্ত্র দিয়ে কোপানর  অভিযোগ উঠেছে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।  আহত তৃণমূল প্রার্থীর নাম সাইফুল ইসলাম বিশ্বাস (48)। বৃহস্পতিবার রাত্রে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারি পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় । ঘটনার পর আতঙ্কে রয়েছে স্থানীয়রা। তৃণমূলের দাবি, রাতে ফিরছিলেন প্রার্থী সহ কর্মীরা।  হঠাৎ তাদের লক্ষ্য  করে বোমা ছোড়ে সিপিআইএম কর্মীরা । তৃণমূল প্রার্থীকে ধরে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে দবি তৃণমূলের ।  রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেসালিটি  হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে ডোমকল থানার পুলিশ। শুক্রবার মুর্শিদাবাদে আসছেন রাজ্যপাল সিভি বোস আনন্দ। সূত্রের খবর, তিনি যেতে পারেন সন্ত্রাস কবলিত ডোমকলে। তার আগেই এই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে।

বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে সিপিএম প্রার্থীকে কোপানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালেই বেলডাঙ্গায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। তৃণমূলের দাবি, বোমা বাঁধাচ্ছিল কংগ্রেস।