বেলডাঙায় বেসরকারি সংস্থার কর্মী খুনে পুনর্নির্মাণ করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা, বেলডাঙাঃ সোমবার সকালে বেলডাঙায় বেসরকারি সংস্থার কর্মী খুনে পুনর্নির্মাণ করল পুলিশ। অভিযুক্ত নিমেষ ঘোষকে নিয়ে খুনের ঘটনাস্থলে যায় পুলিশ। গত ২৭ নভেম্বর সোমবার বেলডাঙার নওপুকুরিয়া ঘোষপাড়া এলাকায় একটি মাইক্রো ফিনান্স কোম্পানিতে কর্মরত জাহাঙ্গীর আলমের নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বেলডাঙা জুড়ে। ঘটনার সুত্রপাত ২৫০০ টাকা বকেয়া নিয়ে। হত্যাকান্ডে মূল অভিজুক্ত নিমেষ ঘোষ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। শেষমেশ বুধবার তাঁকে নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আজ এক সপ্তাহ পর সোমবার পুলিশ মূল অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এদিন বাড়ি থেকে কিছুটা দূরেই উদ্ধার হয় খুনে ব্যবহৃত হাঁসুয়া। জানা গিয়েছে, গত ২৭শে নভেম্বর বেলডাঙার নওপুকুরিয়া ঘোষপাড়া এলাকায় ঋণের টাকা চাইতে গিয়ে খুন হন জাহাঙ্গীর আলম। এই ঘটনায় গত বুধবার রাতে বাড়ি থেকে মূল অভিযুক্ত নিমেষ ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। কোর্টে পাঠিয়ে ১০ দিনের হেফাজতে নেয় পুলিশ। সোমবার সকালে ধৃতকে নিয়ে ঘটনাস্থলে যায় বেলডাঙা থানার পুলিশ। কিভাবে খুনের ঘটনা ঘটিয়েছিল নিমেষ তাঁর পুনর্নির্মাণ করা হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে এদিন ধৃতের বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় খুনে ব্যবহৃত হাঁসুয়া।