Suti: সুতিতে বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের সুতিতে  মেলা থেকে বাড়ি আসার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের । বৃহস্পতিবার রাতে সুতির ধলা থেকে মেলা সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন ওই দুই মেলা কর্মী। ধলা জাতীয় সড়ক আসতেই লরির ধাক্কায় ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতির ডিহিগ্রামের বাসিন্দা
রোবজুল শেখ ও সামসেরগঞ্জ এর শেরপুর গ্রামের বাসিন্দা আসিকুল সেখের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় সুতি থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।