নিজস্ব সংবাদদাতা, বেলডাঙ্গাঃ  ভোটের আগে বোমা বাঁধা হচ্ছিল মুর্শিদাবাদের বেলডাঙা ২ ব্লকের সোমপাড়া পঞ্চায়েতের ঘোল্লা এলাকায় । বোমা বাঁধতে গিয়ে ঘটল  বিস্ফোরণ। গুরুতর  জখম হয়েছেন  ২ জন। পুলিশ সুত্রে জানা গিয়েছে সালারের সরমন্তপুর এলাকার বাসিন্দা জামিরুল সেখ ও শেরফুল সেখ নামে দুই ব্যক্তি মঙ্গলবার রাতে বোম বাঁধতে এসেছিলেন  শক্তিপুর থানার কোরাল পুকুর এলাকায়। তখনই বিস্ফোরণে গুরুতর জখম হন। সেই অবস্থায় পালানোর সময় স্থানীয়রা তাঁদের ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। শক্তিপুর থানার পুলিশ আহত অবস্থায় দুজনকে প্রথমে শক্তিপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়, পরে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন আহতরা। বেলডাঙ্গা পশ্চিম তৃণমূল ব্লক সভাপতি ইন্দ্রনীল প্রামাণিকের দাবি,  কংগ্রেস কর্মীর বাড়িতে বাঁধা হচ্ছিল বোমা, সেই সময়েই বিস্ফোরণ ঘটে। যদিও কংগ্রেস প্রার্থী হায়দার মল্লিকের স্ত্রী রাবিয়া বিবির  দাবি, বাড়িতে কোন বিস্ফোরণ ঘটে নি। রাজনৈতিক ভাবে ফাঁসানোর জন্যই চক্রান্ত হচ্ছে।