মাসুদ আলি, সামসেরগঞ্জঃ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে প্রাণ হারানো শ্রমিকদের মুর্শিদাবাদের বাড়িতে গেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।  ভিনরাজ্যে কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের  সামশেরগঞ্জের পাহাড়ঘাটি এলাকার গোকুল মন্ডল, বেতবোনার শুভঙ্কর রায় এবং ফরাক্কার ইমামনগরের ইসরাইল শেখ। শুক্রবার দুপুরে উত্তরপ্রদেশে গাজিয়াবাদে একটি বহুতল আবাসন নির্মাণের কাজ চলার মাঝেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনেরই। শনিবার রাতে মৃত শ্রমিকদের বাড়ি গেলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সাথেই ছিলেন জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান, লোকসভার সাংসদ , রাজ্যের  মাইগ্রান্ট ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ভিজি সতীশ।

এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে দু’লক্ষ টাকার চেক মৃত শ্রমিক পরিবারের হাতে তুলে দেন ফিরহাদ। দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকেও ক্ষতিপূরণের চেক। মন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানান নিহত শ্রমিকদের পরিবার।  সামসেরগঞ্জে ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিযায়ী শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ফিরহাদ।