আজ বহরমপুরে আইন অমান্যে শামিল হবে Md Selim

ফসলের ন‍্যায‍্যদাম, মূল‍্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, স্মার্ট মিটার বাতিলের দাবিতে বুধবার জেলাশাসককে স্মারকলিপি জমা দেওয়ার ডাক দিয়েছে কৃষক সভা।

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ আজ বহরমপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসছেন CPIM এর রাজ্য সম্পাদক  মহম্মদ সেলিম ( Md Selim)।  বহরমপুরে পঞ্চানন তলা থেকে বেলা দেড়টায় কৃষক শ্রমিক পদযাত্রায় অংশ নেবেন তিনি। দুটোর সময় বহরমপুর টেক্সটাইল মোড়ে জনসভা। তারপর আইন অমান্য হবে জেলা শাসকের দপ্তরের সামনে। এর আগেই ওই সভার ডাক দিয়েছিল কৃষক সভা।  আগে থেকেই থানা পুলিশ জানিয়ে রেখেও সভা হয়নি ৩১ জানুয়ারি। ওইদিন রাজ্যের মুখুমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভা ছিল বহরমপুর স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে তাঁদের পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করেছিল প্রশাসন জানিয়েছিলেন কৃষক সভার নেতারা।

আরও পড়ুনঃ মুখ‍্যমন্ত্রীর সভার জেরে বাতিল কৃষক সভার পূর্ব নির্ধারিত কর্মসূচি

চলতি মাসের দু’তারিখ থেকে  চলতি বছরের মাধ‍্যমিক পরীক্ষা শুরু হওয়ায় সেদিনের কর্মসূচি পিছিয়ে যায়। আবার সরস্বতি পুজোর পরের পরের দিন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় ডেট পাওয়া মুশকিল হচ্ছিল নেতাদের। তাই  আজ ১৩ তারিখ ওই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছিলেন সারাভারত কৃষক সভার নেতা সচ্চিদানন্দ কান্ডারী।

Md Selim
সিপিএমের দেওয়াল লিখন। ফাইল চিত্র

ফসলের ন‍্যায‍্যদাম, মূল‍্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, স্মার্ট মিটার বাতিলের দাবিতে বুধবার জেলাশাসককে স্মারকলিপি জমা দেওয়ার ডাক দিয়েছে কৃষক সভা।