Loksabha Election 2024 কতো দফায় ভোট ? কবে জানাবে কমিশন ?

কবে হবে লোকসভা ভোট ? কতো দফায় ভোট ? নির্বাচনের বিধিও বা লাগু কবে থেকে ? শনিবার জানাবে নির্বাচন কমিশন।  ১৬ মার্চ  শনিবার  দুপুর ৩টেয় নির্বাচনের আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের  নির্ঘণ্ট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর,  একই দিনে চার রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্টও প্রকাশ করা হবে।

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের মুখপাত্রের  এক্স  হ্যান্ডলে পোস্ট করে এই তথ্য সামনে আনা হয়।  কমিশনের তরফে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে ।  অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশায় বিধানসভা নির্বাচন ও হবে লোকসভা ভোটের সাথেই।