মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আনা হচ্ছে অস্থায়ী বেড। নিজস্ব চিত্র।

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ শনিবার সকাল থেকে সারা রাজ্য শুরু হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। সরগরম মুর্শিদাবাদের অবস্থা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ছে নির্বাচনী হিংসার জেরে আহত রোগীর সংখ্যা শতাধিক। কেউ বোমার আঘাতে কেউ বা গুলিবিদ্ধ হয়েছেন। ইট, পাথর, লাঠি এমনকি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন প্রচুর মানুষ।

পঞ্চায়েত নির্বাচনের দিন এ পর্যন্ত নির্বাচনী হিংসার জেরে জেলায় চারজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন শতাধিক। সেই সংখ্যা বাড়ছে লাফিয়ে। প্রতি পাঁচ মিনিট অন্তর আহত অবস্থায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। উপচে পড়ছে আহতদের সংখ্যা। রোগীদের পর্যাপ্ত আসন সংখ্যা সামাল দিতে না পেরে তড়িঘড়ি বাড়ানো হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে বেডের সংখ্যা।