দৌলতাবাদে পরিত্যক্ত বাড়িতে উদ্ধার তাজা বোমা

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ আবারও তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দৌলতাবাদের গিরিনগর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে গিরিনগর এলাকার একটি বাড়ির পাশে নালাতে ঝোলার মধ্যে বোমা পরতে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রের খবর, বাড়ি মালিকের মৃত্যুর পর থেকেই ওই বাড়িতে কেউ থাকেন না। এদিন দুপুরে শিশুরা খেলা করার সময় ওই ঝোলা পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা দেখেন ব্যাগের মধ্যে রাখা রয়েছে দুটি তাজা সুতলি বোমা। বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দা ঝর্না বিবি জানান, “এলাকায় বাচ্চারা খেলার সময় ওই ঝোলা পরে থাকতে দেখে। আগে এই এলাকায় কখনও এরকম ঘটনা ঘটেনি”। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। কী কারণে কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে। উল্লেখ্য গত ৪ঠা জানুয়ারি দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামে স্কুল থেকে ফেরার পথে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রের। এরপর কয়েক কিলোমিটার দূরে ফের বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।