মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ টিকিটের জন্যে দাঁড়াতে হবে না আর লাইনে, অপেক্ষাও করতে হবে না দীর্ঘক্ষণ। চোখের নিমিষেই পাওয়া যাবে ট্রেনের টিকিট থেকে ফ্লাইটের টিকিট। ঠিক এইভাবেই প্রশাসনের চোখের আরালে এতদিন ট্রেনের বা ফ্লাইটের টিকিট কাটতেন হরিহরপাড়ার তরতীপুর এলাকার যুবক রাসেল রানা। রেলরক্ষী বাহিনী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চোখের আরালেই রাসেল তাঁর নিজের বাড়ির নিচে তৈরি করা মোবাইলের দোকান থেকেই জাল টিকিট বিক্রি করতেন।

এছাড়াও অভিযোগ রয়েছে টিকিটগুলি বিক্রি করতেন প্রচণ্ড চড়া দামেও। এইদিন অভিযুক্তের দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে কম্পিউটারের সিপিইউ সহ বেশ কিছু আধার কার্ডও। আর পাশাপাশি জাল টিকিটও বাজেয়াপ্ত করা হয়।

রাসেলের পরিবার সূত্রের খবর, রাসেল কখনও এই সমস্ত কাজ করেনি। তাঁকে রিতিমত ফাঁসানো হয়েছে। টিকিটের মেশিন ছিল কিন্তু সে কোনদিন খারাপ কাজ করেনি। গত দুদিন আগেও একই অভিযোগে পাশের গ্রামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। যুবক গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।