Election 2024: ভগবানগোলায় ভাগ্য পরীক্ষা কবে ?

লোকসভা ভোটের সাথে সাথে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভায় হবে উপনির্বাচন। শনিবার  ভোটের দিন ঘোষণা করেছে  নির্বাচন কমিশন। ৭ই মে হতে চলেছে ভোট । চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রয়াত হন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী। বিধায়কের মৃত্যুতে এই বিধানসভা আসন খালি হয়। শনিবার লোকসভা ভোটের সাথে সাথে এই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।

 

তৃতীয় ও চতুর্থ দফায় ভোট মুর্শিদাবাদ জেলায়। ৭ মে ভোট হবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে। একই দিনে ভোট হবে মালদা উত্তর আর মালদা দক্ষিণ কেন্দ্রেও। একই সাথে হবে বিধানসভার উপনির্বাচন। ১২ এপ্রিল হবে নির্বাচনের নোটিফিকেশন। ১৯ এপ্রিল অবধি জমা দেওয়া যাবে মনোনয়ন।  বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে চতুর্থ দফায়। ১৩ মে হবে ভোট গ্রহণ।  ৪ জুন হবে ফল ঘোষণা।