তৃণমূলে যোগদান

মাসুদ আলি, সামসেরগঞ্জঃ  ভোটে জেতার ১ মাসও হয় নি। এর  মধ্যেই সামশেরগঞ্জে ফের তৃণমূলের জালে ৫।  রবিবার  একই সাথে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের ৪ জয়ী পঞ্চায়েত সদস্য এবং সিপিআই(এম) এর একজন জয়ী সদস্য। বিধায়কের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নিলেন ওই  ৫ পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত ভোট মিটতেই সামশেরগঞ্জে বিরোধী জয়ী প্রার্থীদের দেখা যাচ্ছে তৃণমূলে যোগ দিতে । এর আগে বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য শাসক দলে যোগদান করেছেন । রবিবার সামশেরগঞ্জের পুঠিমারীতে বিধায়কের বাসভবনে কংগ্রেস থেকে ৪জন পঞ্চায়েত সদস্য এবং সিপিআই(এম) এর এক পঞ্চায়েত সদস্য তাঁদের অনুগামীদের নিয়ে শাসক দলে যোগ দিলেন। সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের দাবি, এই প্রার্থীরা ভোটের আগেই মানুষের কাছে বলেছিলেন যে তারা ভোটে জিতলে তৃণমূলেই যোগ দেবেন। সেই মতোই প্রার্থীরা যোগদান করেছেন।

এদিন প্রতাপগঞ্জ অঞ্চলের কংগ্রেসের প্রতিকে জয়ী মোহাম্মদ এনামুল হক, গোকুল কুমার দাস, মলি খাতুন এবং সিপিআইএমের প্রতীকে জয়ী জৈদুর রহমান শাসক দলের পতাকা তুলে নেন। এর পাশাপাশি ভাসাইপাইকর অঞ্চলের কংগ্রেস থেকে জয়ী আশরাফুল হকও এদিন শাসক দলে যোগদেন। যোগদানকারীদে মুখে শোনা গিয়েছে, মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হওয়ার কথা। যদিও  সামসেরগঞ্জে ব্লক  কংগ্রেস সভাপতি ইমাম হোসেনের  দাবি,  জয়ী বিরোধী প্রার্থীদের  ভয় দেখিয়ে এবং প্রলোভন দেখিয়ে শাসক দলে যোগদান করান হচ্ছে।