নিজস্ব সংবাদদাতা, নবগ্রামঃ ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল পিকআপ ভ্যানে থাকা এক পরিযায়ী শ্রমিকের। ঈদের আগে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ওই যুবক। জানা গিয়েছে বুধবার ভোরে কলকাতা থেকে রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। ওই ভ্যানে ছিলেন রঘুনাথগঞ্জের আরও অনেক ভিন রাজ্যে কর্মরত শ্রমিকেরা। নবগ্রামের পাঁচগ্রামের মোবারকপুরে পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লাগে ডাম্পারের। পিকআপ ভ্যান থেকে রাস্তায় পরে যান কারিজুল সেখ। তাঁকে পাচগ্রাম নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত যুবক রঘুনাথগঞ্জের শ্রীধরপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ডাম্পারটি।