নিজস্ব সংবাদদাতা, ভগবানগোলাঃ আখেরিগঞ্জে উড়ল লাল পতাকা, খেলা হল লাল আবির। মুর্শিদাবাদে পঞ্চায়েত দখলে খাতা খুলল সিপিআই(এম)। তৃণমূলের হাতছাড়া হল ভগবানগোলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত। কংগ্রেসের সাথে মিলে বোর্ড করল সিপিআই(এম)।

নবনির্বাচিত প্রধান হলেন সিপিআই(এম)-এর শাহিন শেখ ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেসের সুপেরা খাতুন। ১৮ টি আসনের পঞ্চায়েতে সিপিএম পেয়েছিল ৯ টি আসন ও কংগ্রেস দখল করেছিল ২ টি আসন। শাসকদল তৃণমূল পেয়েছিল ৭ টি আসন। প্রধান নির্বাচনের পর লাল আবিরে উৎসবে মাতেন নতুন প্রধান, উপ্প্রধান, মেম্বার সহ সিপিআই(এম), কংগ্রেস সমর্থকেরা।