নিজস্ব সংবাদদাতা, সামসেরগঞ্জঃ  ভোটের বাকি সপ্তাহখানেকেরও কম। ভোটের উত্তাপের মাঝেই সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণে ভাঙল  কংগ্রেস কর্মীর বাড়ির পাঁচিলের একাংশ। মজুত রাখা বোমা থেকেই বিস্ফোরণ বলে স্থানীয়দের দাবি । জানা গিয়েছে রবিবার ভর দুপুরে সামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর মাঠপাড়া গ্রামে কংগ্রেস কর্মী জাহাঙ্গির শেখের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতেই ভেঙে পড়ে  বাড়ির পাঁচিলের একাংশ। চাঞ্চল্য ছড়ায়  এলাকায়। ঘটনার পর থেকেই পতালক ওই জাহাঙ্গির শেখ নামের ওই  কংগ্রেস কর্মী। পরিবারের দাবী এদিন বাড়িতে কেউ ছিল না বিস্ফোরণের সময়। স্থানীয়দের দাবী দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে পরেন স্থানীয়রা ।  এদিন বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়। বাড়িতে তল্লাশি  চালান হয়। কিভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।