বহরমপুরের রাস্তায় ভৈরবের শোভাযাত্রায় মানুষের ঢল

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ১৪৯ বছরের পুরনো বহরমপুরের ভৈরবতলার পুজো। যা নিয়ে শহরবাসীর উন্মাদনা থাকে তুঙ্গে। গত শুক্রবার কার্ত্তিক মাসের সংক্রান্তির দিনে ঘটা করে শুরু হয়েছে ভৈরব পুজো। তার ১০ দিন বাদে রবিবার বিশাল আয়োজন করে শহরের পরিক্রমায় বেড়িয়েছে এই বিরাট ভৈরব, সাথে খাগড়ার রাস্তায় নেমেছে মানুষের ঢল। রাস্তার দু’পাশের বহুতলের ছাদে উপচে পড়ছে ভিড়। রবিবার বেলা ১টা নাগাদ খাগড়া ভৈরবতলা থেকে বেরিয়েছে শোভাযাত্রা। এরপরে প্রায় হাজার খানেক ভক্ত সমাগমের মাধ্যমে খাগড়া থেকে বেড়িয়ে কল্পনা মোড় হয়ে ঘুরে আবার ভৈরবতলায় ফেরে বিশাল এই শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় উচ্ছ্বাসে মেতেছেন শহরবাসী।

এদিন রাস্তার দু’ধারে দেখা গেল জন সমুদ্রের ছবি। সারি দিয়ে মানুষ দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভৈরব দর্শনের জন্য। নাচে-গানে-বাজনায় গোটা পরিক্রমা করে বিকেলে হবে ভৈরবের ভাসান। প্রতিবছরের মতো এইবছরেও, রবিবারে ভৈরবের ভাসান ঘিরে দেখা গেল শহরের মানুষের উচ্ছ্বাসের ছবি।