নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ  বহরমপুরে কাশিমবাজারে ভর সন্ধায় খুন এক  যুবক । কাশিমবাজার  রিং রোড থেকে গুরুতর  আহত অবস্থায় যুবককে নিয়ে আসা হয়  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু ওই ওই যুবকের। যুবকের দেহে রয়েছে ধারালো অস্ত্রের আঘাত।   ওই যুবকের নাম টিংকু শেখ। মৃতার দিদি রেজিনা বিবির অভিযোগ, বিকেলে  কেউ ফোন করে ডেকেছিল ওই যুবককে।  পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই যুবককে। যুবকের  বাড়ি কাদাইয়ের  গাড়োয়ানপাড়ায় ।  কেন খুন ? এখনও সংশয়ে পরিবার।