মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ প্রায় ৩ ঘন্টার টানা বৃষ্টি। আর তাতেই জলবন্দি শহর বহরমপুর। কোথাও রাস্তায় জল হাঁটু সমান। কোথাও রাস্তায় জলে আটকে পরল টুকটুক। এক বেলার টানা বৃষ্টিতেই নাজেহাল শহর বহরমপুর। শুক্রবার বেলা প্রায় ১২ টা থেকেই শুরু হয় বৃষ্টি। ১ টা নাগাদ বাড়ে বৃষ্টিপাতের পরিমাণ। একনাগাড়ে বৃষ্টিতে পথচলতি মানুষকে আশ্রয় নিতে হয়েছে দোকানে,দোকানে। কিন্তু শুধু মাথা বাঁচানোর চ্যালেঞ্জ তাই নয়, বৃষ্টিতে জল ড্রেন থেকে উঠে এসেছে রাস্তায়। তাই পা ফেলাও বিপদ। বহরমপুর মহারাণী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় এবং গির্জার মোড়ের মাঝের রাস্তায় এদিন হয় নৌকা চলার জোগাড়। বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনাগারের উল্টোদিকে জেলা কংগ্রেস অফিসের রাস্তাও এদিন জলমগ্ন হয়ে যায়। বহরমপুর সোনাপট্টি এলাকায় কেনাকাটা করতে এসে আটকে পড়েছিলেন বছর ষাটের প্রবীর সেন, তার কথায়, ” সাইকেলে করে এসেছিলাম। এখন মনে হচ্ছে নৌকা নিয়ে বাড়ি ফিরতে হবে”। ভারী বৃষ্টি চললে কী হবে ? প্রশ্ন শহরবাসীর।