ভোটের আগে সাগরদিঘিতে ওসি বদল । আজই দায়িত্বে জেলার বাইরের অফিসার

ভোটের আগে সাগরদিঘিতে বদল পুলিশ প্রশাসনে। সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ সরকার কে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না অভিজিৎ সরকার, জানিয়ে দিয়েছে কমিশন। অন্য জেলা থেকে সাগরদিঘিতে নতুন ওসি-কে নিয়োগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার সাগরদিঘিতে এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ আমি দাবি করব, সংযত এবং সতর্ক না হলে। মুর্শিদাবাদের জেলা শাসক (রাজর্ষি মিত্র) ও জঙ্গিপুর পুলিশ জেলার এসপি’ (ভোলানাথ পান্ডে) কে উইথড্র করে ক্লোজ করা উচিত। সাগরদিঘির ওসি’কে শুধু সরানো নয়, সাসপেন্ড করা উচিত” ।
শুভেন্দুর অধিকারী দাবি করেছেন, নেই রুটমার্চ, ফ্ল্যাগ মার্চ। সিএপিএফ’কে বসিয়ে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে কংগ্রেসও। কংগ্রেস নেতা সাইদুর রহমানের গ্রেফতারির প্রতিবাদে থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস।