চার মাসের অন্তসত্ত্বা লজিনা বিবির হঠাৎ বিষ খেয়ে আত্মহত্যা ঘটনায় শোকের ছায়া নামে বেলডাঙ্গার সারুলিয়া গ্রামে। কিন্তু বেলা গড়াতেই উল্টো ছবি, সকালে শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ, তারপর সব মিটমাট। কিন্তু কেন? মাঝে কি এমন ঘটল?