আট বছরের শিশু কে ধর্ষনের চেষ্টা অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, মিষ্টির দোকানে নিয়ে যাওয়ার নাম করে শিশুটিকে তুলে নিয়ে যায় সে। সামশেরগঞ্জ থানার সিকদারপুর গ্রামের ঘটনা।

কাঠুয়ায় আসিফার হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবীতে যখন দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। তখন আর এক শিশুর ওপর নির্যাতনের চেষ্টার ঘটনায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। শুক্রবার রাতে সামশেরগঞ্জ থানার সিকদারপুর গ্রামেরই এক যুবক প্রতিবেশী আট বছরের এক শিশুটি মিষ্টি কিনতে নিয়ে যাওয়ার নাম করে বাইকে করে ঘোষপাড়া হয়ে তারাপুরের পাশের এক জঙ্গলে নিয়ে যায়। সেখানে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। শিশুটি কোনোরকমে সেখান থেকে পালিয়ে তারাপুর সেন্ট্রাল হাসপাতালে আসে। সেখানে থাকা পুলিশকে পুরো বিষয়টি জানায়। খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানায়। খবর দেওয়া হয় পরিবারে। শিশুটির বাবা সহিদুল আলমের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।